প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনেই শনাক্ত ৭৩৪

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২২ ২০:১১:৪৪ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনেই শনাক্ত ৭৩৪
সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮ টা পর্যন্ত গত একদিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৯ জন প্রাণ হারালেন। এছাড়া একই সময়ে ৭৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তের মধ্যে ৪৬৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৮৮৯ জন রোগী। এরমধ্যে এক হাজার ৯৯২ জন ঢাকার মধ্যে এবং ৮৯৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।