ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ৪৩২ জনের মৃত্যু হলো।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরের ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৬৪৭ জন।
গত ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৭৯৫ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৭ হাজার ৬৬০ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।