প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৩ ১৯:১৯:৩০ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার ৪২ হাজার ৭৪৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। সারা বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।