প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০৮

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২২ ১৯:৪১:১৬ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০৮

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৩০৮ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৭২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৭৭৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৫৫৫জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৩৯০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৩৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৭ হাজার ৩৩৮ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৬ হাজার ৪৫৬ জন ঢাকার এবং বাকি ২০ হাজার ৮৮২ জন ঢাকার বাইরের বাসিন্দা।