প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২২ ২০:১৯:১৪ | আপডেট: ১ year আগে
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৪২৬জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫৪জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৩৯জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৮৭জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮০৩জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৮জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭৫৫জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭ হাজার ৩৫৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৫০৭জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮৫১জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৫ হাজার ৩০১জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ৩৫ হাজার ৩০৪জন ঢাকার এবং বাকি ১৯ হাজার ৯৯৭জন ঢাকার বাইরের বাসিন্দা।