প্রচ্ছদ ›› স্বাস্থ্য

দেশে প্রথম মরণোত্তর কিডনি জীবিত দেহে প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৩ ১৪:৫৮:০৬ | আপডেট: ২ years আগে
দেশে প্রথম মরণোত্তর কিডনি জীবিত দেহে প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মতো মৃত কোনো মানুষের দেহ থেকে নেওয়া কিডনি জীবিত মানুষের দেহে প্রতিস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে এক মৃত ব্যক্তির দেহ থেকে নেওয়া দুটি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লিনিক্যালি ডেথ বা ব্রেইন ডেথ রোগীদের থেকে সাধারণত কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে, এরপর যুক্তরাজ্য থেকে শুরু করে পাশের দেশ ভারত ও শ্রীলঙ্কায় ব্রেইন ডেথ রোগীদের থেকে কিডনি নিয়ে প্রতিস্থাপন করা হলেও বাংলাদেশে আগে কখনও তা করা হয়নি। নতুন এই প্রক্রিয়ায় বাংলাদেশে অনেক কিডনি রোগীর জীবন বাঁচানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।