প্রচ্ছদ ›› স্বাস্থ্য

নিপা ভাইরাসের কোনো ওষুধ নেই : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৩ ১৭:১৪:৪৪ | আপডেট: ১ year আগে
নিপা ভাইরাসের কোনো ওষুধ নেই : স্বাস্থ্যমন্ত্রী

নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস পান না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।

জাহিদ মালেক জানান, দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত আটজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড়ে খাওয়া খেজুরের রস পান করলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ শতাংশ মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি তৈরি করেছি। সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায় এটি। তখন মাল্টিপল সংক্রমণ হয়। আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ছাড়াও বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অন্য বিষয়াদি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।