প্রচ্ছদ ›› স্বাস্থ্য

বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে

টিবিপি ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩ ১০:৪৫:৪০ | আপডেট: ১ year আগে
বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৭১ জন।

শনিবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ৯৯৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৭৯০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন।

এ দিকে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।