প্রচ্ছদ ›› স্বাস্থ্য

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

টিবিপি ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩ ১০:৩২:৪০ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। একই সময়ে মারা গেছেন ৮০৩ জন। যা আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন। আর মারা যান ৬৯৭ জন।

মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ২৮১ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ৪১৫ জন।

বিশ্বের মধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ দিকে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।