প্রচ্ছদ ›› স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৪৫১ মৃত্যু, কমেছে শনাক্ত

টিবিপি ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ১০:২০:০৮ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় আরও ৪৫১ মৃত্যু, কমেছে শনাক্ত

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায় এবং প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

মঙ্গলবার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫১ জন। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮০৯ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ১০৩ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৭ হাজার ৪৭৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।