প্রচ্ছদ ›› স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬৩ লাখ ছাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২২ ১২:৫১:১০ | আপডেট: ১ year আগে
বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬৩ লাখ ছাঁড়িয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে আবারও করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৬৩ লাখ ছাঁড়িয়েছে।

রোববার ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ২৬৭ জনে এবং মোট শনাক্ত বেড়ে হয়েছে ৫৪ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ৫৫৪ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৫৪ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে চার লাখ ৪২ হাজার ৯৬৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪০ হাজার ৭৯২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক সপ্তাহে তিন দশমিক তিন মিলিয়ন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা চার শতাংশ হ্রাস এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনা।