প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩ ১২:১৮:৪৯ | আপডেট: ১ year আগে
ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। সেই সাথে তাদের ওষুধ উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে।

মঙ্গলবার ডিসিজিআই এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, হিমাচল প্রদেশের ৭০টি, উত্তরাখণ্ডের ৪৫টি এবং মধ্যপ্রদেশের ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর উজবেকিস্তানে শিশু মৃত্যুর খবর গিয়েছিলো। এরপরেই ভারতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোতে এ অভিযান চালানো হয়।