প্রচ্ছদ ›› স্বাস্থ্য

মৃত্যুশূন্য দিনে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২২ ১৯:০০:১৭ | আপডেট: ১ year আগে
মৃত্যুশূন্য দিনে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে নতুন ১৪৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১২ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ।