সারাদেশে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনোসিস সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, কোনোভাবেই অবৈধ প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। নিজেরা যদি বন্ধ না করে তাহলে মন্ত্রণালয় কঠিন পদক্ষেপ নেবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে খতনা করাতে গিয়ে প্রাণ হারানো আয়ানের বাবা শামীম আহমদ সচিবালয়ে স্মারকলিপি দিতে আসলে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন শামীম আহমদ। এ সময় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনা গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় নিজেও অনুমোদনহীন হাসপাতালের ভুক্তভোগী বলে জানান তিনি। সামন্ত লাল সেন বলেন, ‘আমি কখনোই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারে পরিকল্পনা করব।’