প্রচ্ছদ ›› স্বাস্থ্য

হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২২ ১৩:৫২:২৬ | আপডেট: ২ years আগে
হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উল্লেখ করে ড. আহমেদুল কবির জানান, হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া তিন থেকে ছয় দিনের মধ্যে ১৮ জন, ছয় থেকে নয় দিনের মধ্যে ছয় জন এবং ৯-৩০ দিনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

আহমেদুল কবির বলেন, ডেঙ্গুতে বেশি আক্রান্ত ২০ বছরের বেশি বয়সীরা। মৃত্যু বেশি ৪০-৫০ বছরের মধ্যে। বেশি মারা যাচ্ছেন ঢাকার বাইরে।

ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে বলেও তিনি জানান।