প্রচ্ছদ ›› লাইফস্টাইল

মন জয়ের সহজ ৮ উপায়

টিবিপি ডেস্ক
১২ জুলাই ২০২২ ১৫:৫৪:৩৯ | আপডেট: ২ years আগে
মন জয়ের সহজ ৮ উপায়
সংগৃহীত

আপনি খুব সহজেই জয় করতে পারবেন মানুষের মন। তবে যেকোনো মানুষের মন জয় করার উপায়টি মোটেই সহজ নয়। কিছু উপায়ে সহজেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ভালোবাসা। এর মধ্যে আপনাকে গুরুত্ব দিতে হবে বাহ্যিক উপস্থিতি, আচরণ, কাজ এবং কথা-বার্তা। এগুলোর মধ্য দিয়ে আপনাকে পছন্দ করবেন সবাই।

মুখভঙ্গি

আপনার মুখভঙ্গি অপর মানুষকে আকর্ষণ করতে পারে। পুরুষ ও নারীর ক্ষেত্রে বিষয়টি ভিন্নভাবে কাজ করে।

পোশাক

মনে রাখবেন আপনার পোশাক কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা দেয়। তাই যেখানে যা ইচ্ছে পরে চলে যাবেন না।

চেহারায় মিল

কোনো ব্যক্তির সঙ্গে চেহারায় মিল থাকলেও মন জয়ের ক্ষেত্রে অনেকাংশে সুবিধা পাওয়া যায়।

নানা বিষয়ে মিল

বিভিন্ন বিষয়ে মিল থাকলে তা সহজেই অন্যকে আকর্ষণ করে। তাই আপনার সঙ্গে কারো যদি দারুণ মিল থাকে তাহলে সেও আপনাকে পছন্দ করতে পারে।

পৌঁছান সঠিক সময়ে

কখনও বাস পাননি, কখনও রাস্তা জ্যাম বা বাড়িতে সমস্যা - দেরিতে পৌঁছে এই ধরনের বাহানা সবাই দিয়ে থাকেন। বাহানা ছেড়ে সঠিক সময়ে পৌঁছে যান।

কথা শুনুন

কথাকে অগ্রাধিকার দিন। যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করুন। দেখবেন, তিনি খুশি হয়েছেন।

চোখে চোখ রাখা

কারো সঙ্গে দীর্ঘ সময় চক্ষু সংযোগ ঘটলে স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হতে পারে।

সৎ হোন

সততা খুব দরকার। মিথ্যা কথা বলবেন না। দেখবেন কোনো ব্যাপারে ভুল বোঝাবুঝি যেন তৈরি না হয়।