করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আর স্বাস্থ্যবিধি রক্ষার প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে মাস্ক।
বিশ্বের প্রতিটি দেশই সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছে।
এদিকে গবেষণা বলছে, মাস্ক পরিহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, পুরুষ-নারী নির্বিশেষে সকলেই বেশি আকৃষ্ট হন মাস্ক পরিহিত বিপরীত লিঙ্গের মানুষের প্রতি।
গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা এই সমীক্ষায় দেখা গেছে, মাস্ক বিহীন ব্যক্তিদের তুলনায় মাস্ক পরিহিত ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন অংশগ্রহণকারী ব্যক্তিরা।
এর পাশাপাশি কাপড়ের মাস্কের তুলনায় নীল সার্জিকাল মাস্কের প্রতি বিপরীত লিঙ্গের মানুষেরা বেশি আকৃষ্ট হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরে থাকলে মানুষের দৃষ্টি সরাসরি যায় সংশ্লিষ্ট ব্যক্তির চোখের দিকে যা আকৃষ্ট করে মানুষকে।
আবার এই কঠিন সময়ে সার্জিকাল মাস্ক পরিহিত ব্যক্তিরা ইতিবাচক বার্তা দেন। যারা মাস্ক পরেন, তাদের অনেক বেশি দায়িত্বশীল মনে করেন বিপরীত লিঙ্গের মানুষ।