প্রচ্ছদ ›› লাইফস্টাইল

যেভাবে রান্না করবেন সুস্বাদু লাচ্ছা সেমাই

টিবিপি ডেস্ক
৩০ এপ্রিল ২০২২ ১৭:০৯:২৭ | আপডেট: ২ years আগে
যেভাবে রান্না করবেন সুস্বাদু লাচ্ছা সেমাই

ঈদের বাকি আর মাত্র দুই থেকে এক দিন। এ ঈদে ঘরে ঘরে নানারকম মজাদার খাবার তৈরি করা হয়। তবে খাদ্য তালিকায় সবার আগে যেটি প্রধান্য পায় তা হলো সেমাই। এর মধ্যে লাচ্ছা সেমাই অন্যতম।

চলুন এবার জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন সুস্বাদু লাচ্ছা সেমাই।

উপকরণ:

২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, চিনি প্রয়োজন মতো, কর্নফ্লাওয়ার তিন চামচ, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, ক্রিম ৫০ গ্রাম।

প্রস্তুত প্রণালি:

ঘি গরম করে বাদাম কুচি ও কিসমিস ভেজে নিন। সেমাই, গুঁড়া দুধ ও চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন। হালকা বাদামি রঙ আসা পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে ভাজা সেমাই ঢেলে নিন।

চুলায় উচ্চ তাপে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর এলাচ ও চিনি দিন। দুধে বলক চলে আসলে আরও কিছুক্ষণ জ্বাল দিন। তবে খুব বেশি ঘন করবেন না। ঘি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। কয়েক মিনিট পর সেমাইয়ের উপর ঢেলে দিন দুধ। রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার ভাজা লাচ্ছা সেমাই।