প্রচ্ছদ ›› লাইফস্টাইল

যেসব লক্ষণে বুঝবেন আপনি মানসিক রোগী

টিবিপি ডেস্ক
২০ জুলাই ২০২২ ১৩:৪২:২৯ | আপডেট: ২ years আগে
যেসব লক্ষণে বুঝবেন আপনি মানসিক রোগী

পৃথিবীতে যত ধরনের রোগ আছে তার মধ্যে মানসিক রোগ অন্যতম। তবে আমরা শরীরের রোগের বিষয়ে অনেক বেশি সচেতন হলেও মনের বিষয়টিকে যেনো একেবারেই পাত্তা দিতে চাই না। আর এ থেকেই বাধে বিপত্তি। সৃষ্টি হয় জটিল কঠিন রোগের। আর তাই মনকে অবহেলা না করে আপনার ভেতরে এ লক্ষণগুলো দেখা দিলে অতিসত্ত্বর চিকিৎসকের স্মরণাপন্ন হন।

মানসিক রোগের লক্ষণসমূহ

# হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া। সবাইকে এড়িয়ে চলা। একা একা নিজের মত বিড়বিড় করে কথা বলা। 

# অকারণে নিজে নিজে হাসা এবং কাঁদা।

# খাবার গ্রহণে অনিহা।

# হঠাৎ করে বেশি চঞ্চল হয়ে যাওয়া,অসঙ্গতিপূর্ণ কথা বলা।

# কোনো কারণ ছাড়াই আক্রমণাত্মক আচরণ করা।

# জিনিসপত্র ভাঙচুর করা।

# সবসময় নিজেকে অসুখী মনে হওয়া

# কোনো কারণ ছাড়াই বিষণ্ণ থাকা

# রাতের পর রাত নিদ্রাহীন থাকা। 

এসব লক্ষণসমূহ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে অতিসত্ত্বর চিকিৎসকের পরামর্শ নিন।