পৃথিবীতে যত ধরনের রোগ আছে তার মধ্যে মানসিক রোগ অন্যতম। তবে আমরা শরীরের রোগের বিষয়ে অনেক বেশি সচেতন হলেও মনের বিষয়টিকে যেনো একেবারেই পাত্তা দিতে চাই না। আর এ থেকেই বাধে বিপত্তি। সৃষ্টি হয় জটিল কঠিন রোগের। আর তাই মনকে অবহেলা না করে আপনার ভেতরে এ লক্ষণগুলো দেখা দিলে অতিসত্ত্বর চিকিৎসকের স্মরণাপন্ন হন।
মানসিক রোগের লক্ষণসমূহ
# হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া। সবাইকে এড়িয়ে চলা। একা একা নিজের মত বিড়বিড় করে কথা বলা।
# অকারণে নিজে নিজে হাসা এবং কাঁদা।
# খাবার গ্রহণে অনিহা।
# হঠাৎ করে বেশি চঞ্চল হয়ে যাওয়া,অসঙ্গতিপূর্ণ কথা বলা।
# কোনো কারণ ছাড়াই আক্রমণাত্মক আচরণ করা।
# জিনিসপত্র ভাঙচুর করা।
# সবসময় নিজেকে অসুখী মনে হওয়া
# কোনো কারণ ছাড়াই বিষণ্ণ থাকা
# রাতের পর রাত নিদ্রাহীন থাকা।
এসব লক্ষণসমূহ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে অতিসত্ত্বর চিকিৎসকের পরামর্শ নিন।