প্রচ্ছদ ›› লাইফস্টাইল

রমজানে ৪০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২২ ১৭:০৬:০৩ | আপডেট: ২ years আগে
রমজানে ৪০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা

আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। এই মাসে দেশের ওপর দিয়ে ২-৩টি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটিতে ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা। জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছে, এবর রোজা প্রায় ১৪ ঘণ্টা সময় নিয়ে রোজা শুরু হলেও পরের দিকে এটি বেড়ে সাড়ে ১৪ ঘণ্টায় গিয়ে ঠেকবে। চলতি মাসে কেবল তাপপ্রবাহ নয়; তীব্র কালবৈশাখী, বজ্রঝড়, ঘূর্ণিঝড় ও আকষ্মিক বন্যার আভাসও রয়েছে।

তার ভাষ্যমতে, এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্রে ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

সেই সাঙ্গে এ মাসে দেশের কোথাও কোথাও ২-৩ টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আবার দেশের কয়েক জেলায় স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা গত ৭ বছরের রেকর্ড ছাড়িয়েছিল। এছাড়া গত ২৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই মাসে দেশের সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।