প্রচ্ছদ ›› লাইফস্টাইল

ঈদের ছুটিতে বাসা ছাড়ার আগে যেসব কাজ অবশ্যই করবেন

টিবিপি ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩ ২১:২৯:২৯ | আপডেট: ১ year আগে
ঈদের ছুটিতে বাসা ছাড়ার আগে যেসব কাজ অবশ্যই করবেন
(সংগৃহীত ছবি)

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। বুধবার শবে কদরের সরকারি ছুটি। পরদিন বৃহস্পতিবার সরকারের নির্বাহী আদেশে ছুটি। এর ফলে এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। রোজা ৩০টা হলে ছুটি বেড়ে হবে ছয় দিন। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্তানদের নিয়ে অনেকেই হয়তো বেশিদিন গ্রামের বাড়িতে থাকবেন।

এ দীর্ঘ সময়ের জন্য বাসা ছাড়ার আগে নিরাপত্তার কথা মাথায় রেখে বেশকিছু বিষয় মনে রাখা জরুরি। চলুন জেনে যাক সেই বিষয়গুলো সম্পর্কে-

# যাওয়ার আগে অবশ্যই বাসা-বাড়ি পরিপাটি করে রেখে তবেই বের হন। এলোমেলোভাবে বাসাকে ফেলে রেখে যাওয়া কখনোই ঠিক হবে না। তাই বের হওয়ার আগে অবশ্যই ঘর পরিষ্কার করে যান।

# বাসা ছাড়ার আগে ময়লা আবর্জনা ফেলে দিতে ভুলবেন না। তা না হলে সেগুলো পঁচে-গলে ঘরভর্তি দুর্গন্ধ ছড়াবে। বিশেষ করে রান্নাঘর পরিষ্কারের সময় বেশি মনোযোগী হন।

# দীর্ঘদিনের জন্য ঘরের বাইরে গেলে অবশ্যই ফ্রিজ খালি করুন। ফ্রিজে যদি পচনশীল খাবার থাকে তাহলে তা ফেলে দিন না হয় খেয়ে নিন তখনই। এছাড়া ফ্রিজ খালি করে বন্ধ করে গেলে বিদ্যুৎ বিলও বাঁচবে।

# লাইট, ফ্যান, টিভি, ওয়াইফাইসহ ঘরের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করুন। বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলে সেটি বন্ধ করুন ও আনপ্লাগ করুন। গিজার থাকলে সেটিও মনে করে আনপ্লাগ করে রাখুন।

# ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও একই কাজ করা জরুরি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ফ্যান, লাইটসহ সব ধরনের পাওয়ার সুইচ বন্ধ করে যান। না হলে ঘটতে পারে দুর্ঘটনা।

# গ্যাসের চুলা বন্ধ আছে কি-না নিশ্চিত হোন। অনেক সময় গ্যাসের চুলা ঠিকভাবে বন্ধ হয় না। আগুন না জ্বললেও দেখা যায় আস্তে আস্তে গ্যাস বের হয় চুলা থেকে। এমন ক্ষেত্রে বিস্ফোরণ ঘটার ঝুঁকি বেড়ে যায়। তাই ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চাবি ঠিকমতো বন্ধ করেছেন কি-না তা যাচাই করুন।

# ঘরের সব জানালা ও দরজা ভালোভাবে বন্ধ করুন। অবশ্যই ঘরের ফার্নিচার ঢেকে রাখুন। এতে ফার্নিচার কেবল ধূলা-বালিমুক্ত থাকবে।

# নগদ অর্থ, গহনাসহ মূল্যবান জিনিস অবশ্যই নিরাপদ কোনো স্থানে রেখে যান। প্রয়োজনে ব্যাংকের লকারে কিংবা নিকট আত্মীয়ের কাছেও রেখে দিতে পারেন।

# সব পানির ট্যাপগুলো চেক করে নিন, কোনো খোলা থাকলে তা বন্ধ করুন। এমনকি বাথরুমে বালতি, মগ বা বদনায় পানি রাখবেন না। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার প্রজনন ঘটতে পারে।

# বারান্দার শখের গাছগুলোতে পানি দেয়ার জন্য বিকল্প ব্যবস্থা নিন। প্রয়োজনে ছাদে বা গ্রাউন্ড ফ্লোরে রেখে বাসার কেয়ারটেকারকে নিয়মিত পানি দিতে বলতে পারেন।

আপনার এই কয়েকটি পদক্ষেপ দীর্ঘসময়ের ছুটিকে করবে নিশ্চিন্ত ও আনন্দময়।