প্রচ্ছদ ›› লাইফস্টাইল

এবার বাড়িতেই তৈরী করুন দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম

লাইফস্টাইল ডেস্ক
২১ মে ২০২৩ ১০:৪৬:৪৯ | আপডেট: ১০ মাস আগে
এবার বাড়িতেই তৈরী করুন দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম
ছবি: সংগৃৃহীত

বাজার সেজে উঠেছে রকমারি সব আমে। ছোট থেকে বড় কমবেশি সকলেই খেতে পছন্দ করেন এই রসালো সুন্দর মিষ্টি ফল। আর যদি প্রিয় ফল আইসক্রিমের রুপে সামনে আসে তাহলে কেমন হয়? তবে জানেন কি এই ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানানো সম্ভব। কী করে বানাবেন ভাবছেন তো? চিন্তা নেই, রইল রেসিপি....

উপকরণ: ২ কাপ তরল দুধ, ১/৪ কাপ গুড়া দুধ, ২ কাপ হুইপড ক্রিম, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক, পরিমাণ মতো চিনি, ২-৩ টা আম, কয়েক ফোঁটা ভ্য়ানিলা এসেন্স এবং ড্রাই ফ্রুটস।

স্টেপ ১- সবার প্রথমে দুধ ভাল করে ফুটিয়ে নিন। এবার তাতে ধীরে ধীরে ধীরে কনডেন্স মিল্ক ও গুড়ো দুধ মেশান। মিশ্রণটি ভাল করে নাড়তে থাকুন। মিশ্রন ঘন হলে তাতে হুইপড ক্রিম মেশান।

স্টেপ ২- এবার এই মিশ্রণটি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। অন্যদিকে মিক্সারের আমের পিউরি করে নিন। তাতে চিনি, একটু ক্রিম ও কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মেশান।

স্টেপ ৩- এবার ফ্রিজ থেকে বাইরে বের করুন দুধের মিশ্রণটি। এবং তার সঙ্গে মিশিয়ে দিন আমের মিশ্রণ।

স্টেপ ৪- এবার আইসক্রিম কন্টেনার নিন। যদি না থাকে তবে বাটিও ব্যবহার করতে পারেন। তাতে উপর দিয়ে এই মিশ্রণ দিয়ে দিন। চাইলে কাঠিও গুজে দিতে পারেন। এবার এগুলো ৮-১০ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। আইসক্রিম জমে গেলে উপর থেকে ড্রাইফ্রুটস ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার ম্যাঙ্গো আইসক্রিম। পরিবারের সকলকে লাঞ্চ বা ডিনারের পর পরিবেশন করে চমকে দিন!