বছরের পর বছর এক অফিসে কাজ করছেন। স্বাভাবিকভাবেই অনেকে বন্ধুর মতো ঘনিষ্ঠ। এমনকি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও সম্পর্ক অনেক সহজ হয়ে গেছে। হয়তো বা কখনও সকলে মিলে একসঙ্গে বেড়াতেও যান। কিন্তু কাজের জায়গার কিছু নিয়ম রয়েছে। সেসব নিয়ম মেনে চলুন। না হলে কর্মক্ষেত্রে সমস্যা বাড়ার আশঙ্কা থাকে।
চলুন জেনে নেয়া যাক কর্মক্ষেত্রে কোন কথাগুলো একেবারেই বলা যাবে না
১) কাজে কোনও ভুল করলে তা মেনে নিন। আর কখনও ভুল করবেন না, আশ্বাস দিন। কোনও ব্যাপার না, এ এমন কিছু নয়- এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন।
২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও কাজ দিলে কখনও তা আপনার কাজ নয়, এমন বলবেন না। এতে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা প্রকাশ পায়। যদি তিনি আপনাকে কোনও কাজ করতে বলে থাকেন, তবে তা ভেবেই বলেছেন। তার ভাবনাকে সম্মান জানান।
৩) কথায় কথায় অন্যের ভুল ধরবেন না। নিজের কাজে মন দিন। অন্যের নিন্দা করার অভ্যাস কখনওই ভাল চোখে দেখেন না কর্তৃপক্ষ। তাতে আপনার আচরণই প্রশ্নের মুখে পড়ে।
৪) কোনও কাজ পছন্দ না হলে তা বারবার সকলের কাছে জানাবেন না। সব কাজ যে মনের মতো হবে না, তা স্বাভাবিক। কিন্তু সেই কাজটিও কাউকে না কাউকে করতে হয়। পছন্দ-অপছন্দের কথা সর্বক্ষণ জানাতে থাকলে কর্মক্ষেত্রে ভরসা করতে পারবেন না অনেকেই।