প্রচ্ছদ ›› লাইফস্টাইল

কেমন হবে ঈদের সাজ?

টিবিপি ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ১৮:১০:৪৫ | আপডেট: ১ year আগে
কেমন হবে ঈদের সাজ?
সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দের বাকি আর মাত্র কয়দিন। কিন্তু ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এর মধ্যেই সকলে ঈদের কেনাকাটায় ব্যস্ত। এ বছর বৈশাখের খরতাপের মাঝেই আসছে ঈদ। এমনকি এই তাপমাত্রা কমারও খুব একটা সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই গরমের মধ্যে স্বস্তিতে ঈদ উদযাপন নিয়ে একটু চিন্তিত সবাই।

গরম, শীত, বর্ষা যা-ই থাকুক, বাঙালির উৎসবের সঙ্গে সাজ-পোশাকটা চলে আসে সবার আগে। কী পরব, কীভাবে সাজব—এ নিয়ে চলে নানা জল্পনা।

এ উৎসবে সাজে যেন কমতি না থাকে। সাজে থাকা চাই ভিন্নতা। কিন্তু এ গরমে ভারী মেকআপ বেমানান। তাই হালকা সাজে স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে পারেন সহজেই। এছাড়াও শিশু, তরুণ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত, সকলের পোশাকটিও হওয়া চাই আরামদায়ক।

#​প্রথমেই জেনে নেয়া যাক- গরমের দিন কেমন মেকআপ হওয়া উচিত

একটা কথা মনে রাখবেন, যেদিন সারাদিন বাইরে ঘোরার পরিকল্পনা আছে, সেদিন অবশ্যই মেকআপের ধারপাশেও যাওয়া উচিত নয়। এর ফলে মেকআপ গলে যাবে, ত্বকের ছিদ্র বন্ধ হয়ে বাড়বে ব্রণের উৎপাত। সারা বছর ত্বকের যত্ন নিন, তাতে ত্রিধার মতো বিনা মেকআপেও ঝলমল করবেন। সামান্য কাজল আর লিপ গ্লস ব্যবহার করতে পারেন। চুল খোলা রাখলে দেখতে ভালো লাগে, বেঁধে নিলে তা হয়ে ওঠে আরামদায়ক। পায়ে পরুন পছন্দের জুতো, স্নিকার্স পরে যেহেতু হাঁটতে আরাম হয় তাই সেটিও বাছতে পারেন। জরুরি কাগজপত্র, সানগ্লাস, চাবি, পার্স ইত্যাদি রাখার জন্য ব্যবহার করুন ক্রস বডি স্লিং ব্যাগ।

*আপনি যদি দিনের বেলায় কোথায় যান তাহলে বেশি মেকআপ করবেন না।

*যে প্রোডাক্ট ব্যবহার করবেন সেগুলো যেন স্মাজপ্রুফ হয়।

*নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করুন।

*আপনার ত্বকে অ্যাকনে বা ব্রণ থাকে তাহলে পয়লা বৈশাখের আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া দরকার।

*সকালে বেরোলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

*বেস মেকআপের জন্য প্রথমে মুখে অল্প করে সানস্ক্রিন লাগিয়ে নিন।

*সানস্ক্রিন ভালো করে মুখে বসে গেলে তার পর প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ব্যবহার করলে মেকআপ অনেকক্ষণ মুখে বসে থাকবে। আর যদি সারাদিনের জন্য প্ল্যান থাকে তাহলে প্রাইমার অবশ্যই কাজে দেবে।

#​গরমে কেমন পোশাক পড়বেন

গরমের সময় প্রাথমিক শর্তই কিন্তু আরামদায়ক পোশাক। যে পোশাকে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন তাই পরুন। এমন কিছু পরবেন না যাতে আপনার নিজেরই অস্বস্তি হয়।

প্রয়োজনে চুলে একটা আলগা খোঁপা করলেন, চোখে কাজল। আর শাড়ি পরেছেন বলেই যে গলায় হার, কানে দুল, হাতে বালা, কোমরে কোমরবন্ধ, নাকছাবি পরতেই হবে এরকমটা কিন্তু নয়। সব কিছু একসঙ্গে পরে সং সাজবেন না।

ঘরের ভিতরে থাকলে চুল ছেড়ে রাখা যায়। শ্যাম্পু করা একঢাল চুল ছেড়ে রাখলে সুন্দর দেখাবে। কিন্তু বাইরে বেরোতে হলে এই গরমে চুল বেশিক্ষণ ছেড়ে রাখা কষ্টকর। সে ক্ষেত্রে ব্যাক ক্লিপ দিয়ে পনিটেল করে নেওয়া যায়।

আলগা খোঁপা, হাফ বিনুনি করলেও দেখতে ভালো লাগবে। তবে খোঁপায় জুঁই বা বেলের মালা জড়িয়ে নিলে দেখতেও ভালো লাগবে, ফুলের সুগন্ধ তরতাজাও রাখবে দিনভর।

#গরমে শিশুদের পোশাক কেমন হওয়া উচিত

*বাহারি ডিজাইনের নেট, হাফ সিল্ক, সুতি ও লিলেনের সুন্দর কারুকাজ করা পোশাক পাওয়া যাচ্ছে শিশুদের জন্য। যা পরিধান করে ঈদে সারাদিন আরামে খেলাধুলা পর্যন্ত করতে পারবে শিশুরা।

*ছেলে শিশুদের জন্য সুতির পাঞ্জাবি, হাফ হাতা শার্ট, সফট কাপড়ের মধ্যে টি শার্ট কিনতে পারেন।

*মেয়ে শিশুদের জন্য রয়েছে নানান রকমের ব্লক ও অ্যাম্ব্রোয়েডারি করা ড্রেস যেমন গাউন, সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, ফতুয়া ইত্যাদি।

*শিশুর ফ্যাশনের পাশাপাশি শিশুর স্বস্তির দিকটাও খেয়াল রাখুন। তাই পোশাক কেনার সময় হালকা রঙকে প্রাধান্য দিন।