প্রচ্ছদ ›› লাইফস্টাইল

দূরে থাকলেই বাড়ে ভালোবাসা!

টিবিপি ডেস্ক
২২ আগস্ট ২০২২ ১৩:৩১:২৩ | আপডেট: ১ year আগে
দূরে থাকলেই বাড়ে ভালোবাসা!

টিম হোলিংওয়ার্থের বয়স ৬৮ আর ডায়ানা লিউকের বয়স ৬৯। সম্পর্কে রয়েছেন ১৪ বছর। দু’জনেরই বাস ইংল্যান্ডের শেফিল্ড শহরে। 

কিন্তু একই শহরে থাকলেও এক ছাদের তলায় থাকেন না তারা। থাকেন আলাদা আলাদা বাড়িতে। আর এ আলাদা থাকাই তাঁদের ভালবাসার মূল ভিত্তি বলে দাবি করেছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডায়ানা পেশায় রেডিওর কণ্ঠশিল্পী ছিলেন। স্বাধীনচেতা ডায়ানা বরাবরই একা থাকতে পছন্দ করেন। প্রায় বছর কুড়ি কোনও রকম সম্পর্কে জড়াননি তিনি। ২০০৮ সালে টিমের সঙ্গে দেখা হয় তার। তখন আগের একটি সম্পর্কের টানাপড়েনে বিধ্বস্ত টিম। দু’জনের আলাপ অল্প দিনের মধ্যেই গড়ায় প্রণয়ের দিকে। কিন্তু প্রেমে পড়লেও দু’জন সিদ্ধান্ত নেন আলাদা বাড়িতে থাকবেন তারা। সম্পর্কে থাকলেও আলাদা থাকেন তারা।

তবে দীর্ঘ দিনের এই অভ্যাসে ছেদ পড়তে পারে শীঘ্রই। তারা জানিয়েছেন, আলাদা বাড়িতে থাকার ফলে বেড়ে যাচ্ছে সংসার চালানোর খরচ। তাই হয়তো আগামী দিনে এক বাড়িতেই থাকতে হবে তাঁদের। তবে এক বাড়িতে থাকলেও দু’জনে চান আলাদা শোবার ঘরের ব্যবস্থা করতে। কারণ? দূরে থাকলেই নাকি বেড়ে যায় কাছে আসার টান। বেড়ে যায় শারীরিক চাহিদাও।

সূত্র: আনন্দবাজার