প্রচ্ছদ ›› লাইফস্টাইল

‘পাত্র চাই’ বিজ্ঞাপনে ইঞ্জিনিয়ারদের যোগাযোগ করতে মানা

টিবিপি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০:৫৫ | আপডেট: ১ year আগে
‘পাত্র চাই’ বিজ্ঞাপনে ইঞ্জিনিয়ারদের যোগাযোগ করতে মানা

খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র-পাত্রীর খোঁজ নতুন নয়। সেই বিজ্ঞাপনে লেখা পাত্র-পাত্রীর গায়ের রঙের বর্ণনা কিংবা অন্যান্য বিষয় উল্লেখ নিয়ে বিতর্কও কম হয়নি। তেমনই একটি বিজ্ঞাপন ঘুরপাক খাচ্ছে টুইটারে। এ ক্ষেত্রে আলোচনার বিষয় পাত্রের পেশা।

সমীর অরোরা নামের এক ব্যক্তি বিজ্ঞাপনের ছবিটি প্রকাশ করেছেন টুইটারে। তাতে লেখা রয়েছে, ‘ধনী পরিবারের ফর্সা ও সুন্দরী কন্যার জন্য পাত্র চাই।’ ২৪ বছর বয়সি পাত্রীর জন্য আইএএস, আইপিএস, চিকিৎসক কিংবা শিল্পপতি পাত্র চাওয়া হয়েছে। পাত্রকে হতে হবে একই জাতের। এর পরই বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না।’

বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। নেটিজেনদের কেউ লিখেছেন, ‘চিন্তা করবেন না ইঞ্জিনিয়রেরা নিজেরাই পাত্রী খুঁজে নেয়।’ কারও আবার আক্ষেপ, ‘আমরা ইঞ্জিনিয়রেরা কি এতই খারাপ?’ কেউ আবার ছদ্ম কটাক্ষ করে টুইটারে লিখেছেন, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরা বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেলেন।’ 

সূত্র: আনন্দবাজার