প্রচ্ছদ ›› লাইফস্টাইল

পার্লারে না গিয়েই যেভাবে পাবেন স্ট্রেট চুল

লাইফস্টাইল ডেস্ক
১৮ মে ২০২৩ ১১:২৭:১৮ | আপডেট: ১১ মাস আগে
পার্লারে না গিয়েই যেভাবে পাবেন স্ট্রেট চুল

স্ট্রেট চুল অনেকেই পছন্দ করেন। তার জন্য পার্লারে গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন অনেকেই। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। এতে চুল উঠতে থাকে। অনেকের ক্ষেত্রে চুল রুক্ষ এবং নিষ্প্রাণও হয়ে যায়।

কিন্তু ঘরোয়া উপায়েই চুল স্ট্রেট করা সম্ভব। হাতের কাছে সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই মেটাতে পারেন স্ট্রেট হেয়ার পাওয়ার ইচ্ছা। কীভাবে? জেনে নিন। এর জন্য লাগবে একটি ফল- কলা।

কী করবেন? দু’টি পাকা কলা থেঁতো করে নিন। তার সঙ্গে দুই টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ টক দই মিশিয়ে নিন।

এরপর এই মিশ্রণটি মাথায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিজের চোখেই দেখতে পাবেন পার্থক্য।