প্রচ্ছদ ›› লাইফস্টাইল

প্রথম দেখায় যে ৪টি বিষয় অবশ্যই মেনে চলবেন

টিবিপি ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২ ১০:২৩:২০ | আপডেট: ১ year আগে
প্রথম দেখায় যে ৪টি বিষয় অবশ্যই মেনে চলবেন

অনেকদিন হলো ফোনে আলাপ কিংবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চুটিয়ে চলছে প্রেম। এরই মাঝে ঘনিয়ে আসে সেই প্রথম দেখা করার দিন। প্রতিটি সম্পর্কের জন্যই প্রথম দেখা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকেই এই বিশেষ দিনটিকে নিয়ে নানা রকম পরিকল্পনা করে থাকেন।

কারণ, প্রথম দেখাতে সঙ্গীর মনে একটু হলেও জায়গা করে নেওয়া যায় অনেকে আবার সেখান থেকেই সিদ্ধান্তে উপনীত হন বাকি জীবনের। প্রথমবার মনের মানুষের সঙ্গে দেখা করতে গেলে অনেকেরই মনে ভয়, সঙ্কোচ বা অস্বস্তি থাকে। কিন্তু তা সত্ত্বেও সঙ্গীর মনে পাকাপাকিভাবে জায়গা করে নিতে গেলে কিছু জিনিস মাথায় রাখতেই হয়।

আড়ষ্টতাকে দূরে সরিয়ে প্রথম বারেই সঙ্গীর মনে জায়গা করে নিতে কী কী বিষয় মাথায় রাখবেন?

স্বচ্ছন্দ বোধের কথা মাথায় রাখুন

আপনার সঙ্গীর যাতে কোনও অসুবিধা না হয় তা দেখার দায়িত্ব আপনার। প্রথম বার দেখা করতে যাওয়ার আগে জেনে নিন তার পছন্দ-অপছন্দ। কোনও বিষয়ে তাকে জোর না করে প্রথম দিন তার পছন্দকেই গুরুত্ব দিন।

ভালবাসার আগে বন্ধুত্ব

আপনি যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সঙ্গে আগে থেকেই বন্ধুত্ব থাকে, তা হলে কথা বলতে সুবিধা হয়। এ ছাড়াও যে কোনও সম্পর্কের ভিত মজবুত হয় বন্ধুত্ব থেকেই। তাই সম্পর্কে জড়ানো মানেই বন্ধুত্ব নষ্ট করা নয়।

দিনটিকে বিশেষ করে তুলুন

প্রথম দেখাতেই যদি মনের কথা বলে দিতে হয়, সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা জরুরি। সঙ্গীর মনের কথা বুঝে এমনভাবে প্রস্তাব দিন যেন তিনি সেই প্রস্তাব নাকচ করতে না পারেন। তা-ও যদি বিমুখ হতেই হয় তবু নিজের ব্যবহারে বদল আনবেন না। সহজ এবং স্বাভাবিক ভাবেই কথা বলুন।

সঙ্কোচ কাটিয়ে উঠুন

নিজের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করুন। টেনশন করে বেশি কথাও যেমন বলবেন না, তেমন মুখে কুলুপ এঁটেও থাকবেন না। একেবারে হালকা মেজাজে, শান্ত হয়ে কথা বলুন।