সৃষ্টির শুরু থেকে প্রেম নিয়ে যেনো গবেষণার অন্ত নেই। নারী-পুরুষের এ সম্পর্কটিকে সবচেয়ে সুন্দর আখ্যায়িত করেন কেউ কেউ । আর তাই এই প্রেম নিয়ে যগে যুগে কালে কালে রচিত হয়েছে অনেক গান, কবিতা, উপন্যাস। তবে গবেষকরা দিয়েছেন এক মজার তথ্য। গবেষকরা বলছেন প্রেম করলে নাকি ভালো থাকে হার্ট!
ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের একটি গবেষণা বলছে, প্রেমের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্ক স্বাস্থ্যের উন্নয়ন সাধনের মাধ্যমে জীবনের আয়ু বাড়াতে পারে।
নিউ ইয়র্কে অবস্থিত এনওয়াইইউ ল্যানগোন মেডিক্যাল সেন্টারের গবেষণা মতে, নারী-পুরুষ তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্কে হার্টের কার্যক্ষমতা বাড়ে।
গবেষণাটি ধারণা দিয়েছে, প্রেমে সুসম্পর্ক বিরাজমান থাকলে হার্ট ও রক্তনালী সংক্রান্ত রোগের ঝুঁকি ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে এটাও সত্য যে প্রেম করলে ব্রোকেন হার্টেরও ঝুঁকি রয়েছে। ব্রোকেন হার্ট হলে হার্টে স্থায়ী ক্ষতিও হতে পারে বলছে গবেষণা।