প্রচ্ছদ ›› লাইফস্টাইল

প্রেমে বিচ্ছেদ বাড়ায় সম্পদ

নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১২:৪৭ | আপডেট: ২ years আগে
প্রেমে বিচ্ছেদ বাড়ায় সম্পদ

যাদের প্রেম নেই বলে এতদিন দুঃখের সাগরে ভেসেছেন তাদের জন্যই নতুন এক সুসংবাদ নিয়ে এলো গবেষণা।  সদ্য প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যাদের প্রেম বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের আর্থিত উন্নতি আগের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। 

কানাডায় ১৭০০ জনের উপর করা একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জানাচ্ছেন, বিবাহিত থাকাকালীন কিংবা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে বলেই মত সংশ্লিষ্টদের।

সমীক্ষা বলছে, ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, বিচ্ছেদের পর আয়-ব্যয়ের হিসেব অনেক বেশি বুঝতে শিখেছেন তাঁরা। শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর তাঁদের খরচ কমে গিয়েছে অনেকটাই। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একার হিসেব নিকেশ করা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে তাদের।