প্রচ্ছদ ›› লাইফস্টাইল

ফোনের মেসেজ পড়ে কীভাবে বুঝবেন প্রেমে পড়েছে বন্ধু?

ফিচার ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২ ২০:০১:২৫ | আপডেট: ২ years আগে
ফোনের মেসেজ পড়ে কীভাবে বুঝবেন প্রেমে পড়েছে বন্ধু?

নারী-পুরুষের বন্ধুত্ব অনেক সময় তার চেয়েও বেশি কিছুর দিকে রূপ নিতে পারে। বন্ধুর প্রেমে পড়ে যাওয়া তো স্বাভাবিক একটি বিষয়। যেকোনো সময়েই ঘটতে পারে এটি।

ভালোলাগা থেকে দু’জনের মধ্যে একটি সম্পর্কের শুরু হয়। ভালোলাগা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। তৈরি হয় নতুন এক সম্পর্ক, যেখানে থাকে শুধুই প্রেম আর ভালোবাসা। তবে কীভাবে বুঝবেন বন্ধু আপনার প্রেম পড়েছে?

এমন ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখলেই বুঝতে পারবেন, প্রিয় বন্ধু ইতোমধ্যে আপনার মনের মানুষ হতে চাইছেন কি না।

চলুন দেখে আসি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে....

১) বারবার নিজে থেকেই কথা শুরু করছেন কী বন্ধু? তার মানে আপনার কথা সর্বক্ষণ ঘুরছে তার মনে। ফলে আপনি নিজে থেকে কোনও বার্তা লিখে পাঠালে কখনও তা উপেক্ষা করবেন না তিনি।

২) অনেক লম্বা বার্তা লিখে পাঠাচ্ছেন কী বন্ধু? এর মানে আপনার সঙ্গে অনেক মনের কথা ভাগ করে নিতে চান তিনি। যত ব্যস্তই থাকুন, আপনি কোনো কথা লিখে পাঠালে অবশ্যই উত্তর আসবে।

৩) কিছু লিখে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তর আসে কিনা, খেয়াল করুন। এতেই বোঝা যাবে, কতটা গুরুত্ব দিচ্ছেন বন্ধু আপনাকে। যদি প্রতিবারই কম সময়ের মধ্যে উত্তর আসে, তবে বুঝতে হবে তিনি অপনার কথা ভাবেন। আপনি যোগাযোগ করলে ভাল লাগে তারও।

৪) এ বন্ধু কি কথা এগিয়ে নিয়ে যেতে চান? একবার শুরু হলে তার সঙ্গে কথা আর ফুরোয় না? তার মানে তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন আপনার মন বোঝার। তার অবশ্যই আপনাকে বেশ ভাল লাগছে।