ফ্যাশন ডিজাইনে বিশেষ ভূমিকা রাখায় বেস্ট ইয়াং ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া সনি।
২৮ মার্চ সোমবার যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থবারের মতো ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নৃত্য, উপস্থাপনাসহ বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আলোচিত ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি বলেন; যে কোন স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত ও আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ।
এ ছাড়াও এবছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, ইভান শাহারিয়ার সোহাগ, সাবরিনা পড়শী,ইমরান মাহমুদুল,আভরাল সাহির,নানজিবা খান,নীল হুরেজামান,রাইয়ান রশিদ,ডক্টর যশোদা জীবন দেব নাথ, পান্থ আফজাল ও সুমন চৌধুরী সহ আরো অনেকে।