প্রচ্ছদ ›› লাইফস্টাইল

বইমেলায় রায়হানের “সফল আমি হবই”

টিবিপি ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩২:১২ | আপডেট: ১ year আগে
বইমেলায় রায়হানের “সফল আমি হবই”

এবারের একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে মোহাম্মদ রায়হান খানের আত্ম-উন্নয়ন ও মোটিভেশন নিয়ে লেখা “সফল আমি হবই”। এটি লেখকের প্রথম বই।

মোটিভেশন, ক্যারিয়ার, কর্পোরেট চাকরিতে টিকে থাকার কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয় সাবলীলভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।

লেখক বইটিতে মানুষের জীবন নিয়ে কথা বলেছেন। বর্তমান যুগে মানুষ জন্ম নিয়েছে সভ্যতার শিখরে। যাযাবর, আদিম গুহা বা কোন যুদ্ধকালীন সময়ে নয়। সুতরাং সভ্যতার সবচেয়ে ভালো সময়ে জন্মে যদি অল্প ব্যর্থতায় হাল ছেড়ে দেয় হয়; আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এ জীবন রেখে কি করবো? তাহলে কী লাভ? নিজের সেরাটা না দিয়েই মহাশূন্যে বিলীন হয়ে গেলে? কী হলো তাহলে!

অল্প আঘাতেই যেন আমরা হাল না ছেড়ে দেই, নিজের জীবন সাজাতে গিয়ে যেন অজুহাতের কাছে নত না হই, হতাশ না হয়ে নিজেকে জেনে বুঝে জীবন যুদ্ধে জয়ী হবার বাসনায় যেন মত্ত হই সেটাই বলা হয়েছে বইটিতে।

বইটি প্রকাশ করেছে “গল্পকার” প্রকাশনী। স্টল নম্বর– ৫৮৩, সোহরাওয়ার্দী উদ্যান। পাওয়া যাচ্ছে রকমারিতেও।