প্রচ্ছদ ›› লাইফস্টাইল

বন্ধুকে কাছে ডাকার দিন আজ

টিবিপি ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২ ১০:৩৯:২৭ | আপডেট: ১ year আগে
বন্ধুকে কাছে ডাকার দিন আজ

বিশ্বজুড়ে উৎসবের রং নিয়ে আসে ডিসেম্বর। মাসজুড়ে বিভিন্ন উৎসব শেষ হবে থার্টি ফাস্ট নাইটের মাধ্যমে, সেই সঙ্গে বিদায় ঘণ্টা বাজবে চলতি বছরেরও।

বছর শেষের ঠিক আগে ২৮ ডিসেম্বর বিশেষ একটি দিন। এদিন বন্ধুকে কাছে ডাকার দিন। নাগরিক বিষাদ আর ব্যস্ততার জাঁতাকলে যে প্রিয় বন্ধুর খোঁজ নিতে ভুলে গেছেন, তাকে আজ আপন সান্নিধ্যে পাওয়ার দিন। পশ্চিমারা এই দিনটির নাম দিয়েছেন ‘কল অ্যা ফ্রেন্ড ডে’।

বন্ধু বিচ্ছেদকে কাটিয়ে শুভেচ্ছা জানাতে পারেন আজ। বন্ধুর সঙ্গে কথা বলে নিজেকে হালকা করে নিন। সময় বের করে ফোন দিন সেই বন্ধুকে, যে জড়িয়ে আছে কিংবা ছিল জীবনের বিভিন্ন অধ্যায়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক সামনে আসে ২০০৪ সালে। তার বছর সাতেক পর দেখা গেল, সারা বিশ্বে ল্যান্ডফোনের চেয়ে মোবাইলে বেশি কথা বলছে মানুষ।

২০১৪ সাল নাগাদ দৃশ্যপটে আসে ব্যাপক দারুণ পরিবর্তন। দেখা গেছে, ৫০ বছরের নিচে যারা আছেন, তারা পারস্পরিক যোগাযোগে কথা বলার চেয়ে টেক্সট করতে বেশি পছন্দ করছেন। ফলে যোগাযোগটি থাকলেও জোরালো হচ্ছে মানুষের বিচ্ছিন্নতা।

আর এমন প্রেক্ষাপটে ২০১৮ সালে প্রথম পালিত হয় ‘কল অ্যা ফ্রেন্ড ডে’। যে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তাকে ফোন করে, তার খোঁজ নিতেই দিনটির প্রচলন।

বিভিন্ন গবেষণা বলছে, ইন্টারনেট যোগাযোগে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। তরুণরা ফোনে কথা বলার চেয়ে টেক্সট করতে বেশি আগ্রহী হচ্ছেন। ফলে কমছে মুখোমুখি কথা বলার প্রবণতা।

এই অবস্থা ঘুচিয়ে আজ কাজের ফাঁকে বন্ধুকে ফোন দিন, কথা বলুন প্রাণ খুলে। অথবা কাছে ডেকে নিন তাকে। চিরচেনা গলার স্বর আপনাকে মনে করিয়ে দেবে অতীত দিনের সুখস্মৃতি।