প্রচ্ছদ ›› লাইফস্টাইল

বেড়েছে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ১৩:০০:৪৫ | আপডেট: ২ years আগে
বেড়েছে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ, রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এর মধ্যে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের কিছু বিভাগে ঝড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রবিবার বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে দমকা বাতাসের সাথে ঝড়-বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামি ৩ দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস সিলেটে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।