প্রচ্ছদ ›› লাইফস্টাইল

বৈবাহিক জীবনে উষ্ণতা ধরে রাখবেন যেভাবে!

লাইফস্টাইল ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ১৮:৫০:০৮ | আপডেট: ১ year আগে
বৈবাহিক জীবনে উষ্ণতা ধরে রাখবেন যেভাবে!

বিয়ের কয়েক বছর যেতে না যেতেই অনেকের কাছে একঘেয়ে মনে হতে থাকে সম্পর্কটিকে। অনেকের কাছে আবার বোঝা হয়ে যায় দাম্পত্য জীবন। মুক্তি পেতে কেউবা বাইরে বেশি সময় দেন। এতে করে আরও তিক্ত হয়ে ওঠে দামপত্য জীবন। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে কী করতে হবে চলুন জেনে নেয়া যাক সেই টিপসগুলো। 

ভালবাসার বহিঃপ্রকাশ বাড়ান

বিয়ের পর প্রথম প্রথম একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করলেও সম্পর্ক যত পুরনো হতে থাকে ভালোবাসার প্রকাশও ততো কমতে থাকে। তবে সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে এই প্রকাশের কোনো বিকল্প নেই। বিশেষ দিনগুলিতে সঙ্গীর জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন। এক্ষেত্রে একে অপরকে আলিঙ্গণ, হাতে হাত রাখা নিমিষেই ঘুচিয়ে দিতে পারে দূরত্ব।

একা থাকতে ভালো লাগলেও সঙ্গীকে সময় দিন

অনেকেই আছেন যারা একা থাকতে পছন্দ করেন। নিজের জন্য কিছুটা সময় রাখা দোষের কিছু নয়। তবে বিয়ের পরও এই অভ্যাস আপনার জীবনে ডেকে আনতে পারে বিপদ। আর তাই একা থাকার এ অভ্যাসকে অবশ্যই বাদ দিন। সেই সময়টা সঙ্গীর সাথে গল্প করুন, টিভি দেখুন, বেড়াতে বের হন।

ইগোকে বিসর্জন দিন

সম্পর্ক নষ্ট করে ইগো। সম্পর্ক  ভালো রাখতে অবশ্যই ইগোকে বিসর্জন দিতে হবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে এতে। কোনও বিষয়ে মতান্তর হলে প্রয়োজনে নিজে থেকে মিটমাট করে নিন। সম্পর্কের শুরুতে আপনি উদারতা দেখাতে পারলে আজীবন সঙ্গীও এই সম্পর্ককে সম্মান করতে শিখবে।