প্রচ্ছদ ›› লাইফস্টাইল

যে কারণে সিনিয়র মেয়েদের প্রেমে পড়ে ছেলেরা

লাইফস্টাইল ডেস্ক
১১ আগস্ট ২০২২ ১৮:১৪:৩৬ | আপডেট: ১ year আগে
যে কারণে সিনিয়র মেয়েদের প্রেমে পড়ে ছেলেরা
সংগৃহীত

প্রেম-ভালোবাসা মানে না কোনো বাধা। বয়সের পার্থক্যও খুব একটা সমস্যা তৈরি করতে পারে না। বয়সে বড় হলেও প্রেম যেন তার থেকেও বড়। মাটি থেকে দাড়িয়ে আকাশের 'সব থেকে বড়' উজ্জ্বল নক্ষত্র চোখ টেনে নেয়! ঠিক তেমনি কি প্রেম?

নিজের বয়সের থেকে বেশি বয়সের মেয়েদের সঙ্গে প্রেম। আর বড় মেয়েদের তুলনামূলক বেশি পছন্দ করেন ছেলেরা। ব্যাতিক্রমী এসব অসম প্রেম অভিজ্ঞতাও আছে অনেকের।

যেসব কারণে বয়সে বড় মেয়েদের বেশি পছন্দ করেন ছেলেরা-

গুছিয়ে কথা বলা- বয়সে বড় মেয়েরা স্বাভাবিকভাবেই ছোট মেয়েদের তুলনায় অনেক ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে। যা ছেলেদের অনেক বেশি আকৃষ্ট করে।

পরিণতমনস্ক- বেশি বয়সের মেয়ের সঙ্গে প্রেম করার অনেক সুবিধে। তারা অনেক পরিণতমনস্ক হয়।

ম্যাচিউরিটি- অনেক ছেলেই গালগল্প পছন্দ করেন না। আর তাই তারা ম্যাচিউরড মেয়েদের পছন্দ করেন বেশি।

আত্মবিশ্বাস- বয়সে বড় মেয়েরা ছোটদের মতো তুচ্ছ বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। তাদের আত্মবিশ্বাস ছেলেদের আকৃষ্ট করে।

শারীরিক সম্পর্ক- অনেক পুরুষই শারীরিক সম্পর্কে অভিজ্ঞ বা পরিণত মেয়েদের বেশি পছন্দ করেন।

ঠাণ্ডা প্রকৃতি- পরিণত বয়সের হওয়ায় বেশি বয়সের মেয়েরা কোনো কিছু নিয়েই জীবনে খুব একটা চাপ নেয় না। আর স্বভাবেও এরা অনেকটাই ঠাণ্ডা প্রকৃতির হয়ে থাকে।

স্বাবলম্বী- বেশি বয়সের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাবলম্বী হয়। ফলে ছেলেদের পকেটে টানই পড়ে না।

চাহিদা কম- ছোট মেয়েদের তুলনায় পরিণত বয়সের মেয়েদের চাহিদা একটু কম থাকে। তারা অনেকে বেশি বুঝদার হন এবং জীবনের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিচার করেন।

ছেলেমানুষী কম- বেশি বয়সের মেয়েদের মধ্যে ছেলেমানুষী কম থাকে। ফলে এসব মেয়েরা কথায় কথায় ঝগড়া, কান্নাকাটি বা পাবলিক প্লেসে ভুল আচরণ কম করে। এ কারণেই ছেলেরা বেশি বয়সের মেয়েদের বেশি পছন্দ করেন।