প্রচ্ছদ ›› লাইফস্টাইল

যেভাবে বুঝবেন প্রেমের সম্পর্কে তৃতীয় কেউ এসেছে

লাইফস্টাইল ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ১৪:৩৪:৪৪ | আপডেট: ২ years আগে
যেভাবে বুঝবেন প্রেমের সম্পর্কে তৃতীয় কেউ এসেছে

বেশ হাসি-খুশিই কেটে যাচ্ছিলো আপনাদের সময়। একে অপরকে ছাড়া কিছুই বুঝতেন না আপনারা। কিন্তু এরই মাঝে কোথায় যেনো একটু সুতোয় টান পড়েছে। সম্পর্কটিকে আর আগের মত সতেজ মনে হয় না।  আপনার প্রতি দিন দিন বাড়ছে সঙ্গীর উদাসীনতা। যদি তা-ই মনে হয় তাহলে এখনই ভেবে দেখুন। সঙ্গীর এ পরিবর্তনের পেছনের কারণ কী।

এ বিষয়ে সরাসরি তার সাথে কথা বলুন। যদি তিনি অস্বীকার করে তাহলে মিলিয়ে নিন এই লক্ষণগুলো।

আপনার জন্য সময় বরাদ্দ রাখছেন না

সঙ্গী অন্য সম্পর্কে জড়ালে আপনার জন্য বরাদ্দ সময় কমে যাবে। আপনার সঙ্গে বেড়াতে যেতে চাওয়ার প্রবণতা কমে যাবে। আপনার হাতে হাত রাখতে, প্রকাশ্যে আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। 

আপনাকে এড়িয়ে চলছেন সঙ্গী

কিছু কথা বলতে অস্বস্তি হয়। বিশেষ করে সঙ্গীকে নতুন প্রেমের কথা জানাতে। তখন অনেকের মধ্যেই এই এড়িয়ে চলার প্রবণতা দেখা দেয়, জড়তা আসে। এমনটা কি আপনার সঙ্গেও হচ্ছে?

আপনার কোনো কিছুতেই খেয়াল নেই তার

আপনার কথা, কাজ, সাজপোশাক কোনো কিছুই খেয়াল করছেন না তিনি। আপনার সঙ্গে কথোপকথনেও কি বার বার তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ টেনে আনছেন বা তার সঙ্গে আপনার তুলনা করছেন? তা হলেও কিন্তু তা চিন্তার বিষয়।

প্রেমে ঘাটতি

ভালবাসার সংজ্ঞা এক একটি সম্পর্কে এক এক রকম। কারও কাছে ভালবাসা প্রকাশ করা মানে রান্না করে খাওয়ানো, তো কারও ক্ষেত্রে একসঙ্গে সিনেমা দেখা। তাতেই ধরা থাকে সম্পর্কের উষ্ণতা। নতুন কোনও সম্পর্ক তৈরি হলে এই সব কাজেই কিছুটা বদল আসে। প্রেমিক বা প্রেমিকা তা অবশ্যই টের পাবেন।

টাকাপয়সা সংক্রান্ত বিষয় লুকিয়ে যাচ্ছে

আপনার সঙ্গীর খরচ কী হঠাৎ বেড়ে গিয়েছে। অথচ কোথায় তিনি অত্যধিক খরচ করছেন, সেই হদিস পাচ্ছেন না আপনি। কিছু বললেই গোপন করে যাচ্ছেন সবটা! এই ইঙ্গিত কিন্তু ভাল নয়।