প্রচ্ছদ ›› লাইফস্টাইল

যেভাবে শুরু হয়েছিল ‘মা’ দিবস

লাইফস্টাইল ডেস্ক
১৪ মে ২০২৩ ১১:২৩:২৬ | আপডেট: ১১ মাস আগে
যেভাবে শুরু হয়েছিল ‘মা’ দিবস
প্রতীকী ছবি

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়। এই দিনটি মায়ের স্নেহ ও ভালোবাসায় উৎসর্গ করা হয়। এ বছর মা দিবস পালিত হচ্ছে আজ ১৪ মে।

মা তার সন্তানদের জীবনে বিভিন্ন ভূমিকা পালন করে। পরিস্থিতি যাই হোক না কেন, মা জানে কীভাবে সামলাতে হয়। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে কী বলা উচিত? কিন্তু আপনি কি কখনও ভেবেছেন যে এই বিশেষ দিনটি কবে থেকে শুরু হয়েছিল এবং কেন এই দিনটি পালন করা হয়, আসুন জেনে নিন।

যেভাবে শুরু হলো মা দিবস

মা দিবসের মতো একটি বিশেষ দিন শুরু করেছিলেন অ্যানা মারিয়া জার্ভিস নামের এক মার্কিন নারী। মায়ের প্রতি তার ছিল প্রচণ্ড স্নেহ। তার মা তার জন্য অনুপ্রেরণা। মায়ের মৃত্যুর পর আনা বিয়ে না করার সিদ্ধান্ত নেন। তিনি তার মায়ের নামে তার জীবন উৎসর্গ করার সংকল্প করেছিলেন। আন্না কঠোর পরিশ্রম এবং তার মাকে সম্মান দেওয়ার জন্য মা দিবস শুরু করেছিলেন। এই দিনটিকে ইউরোপে মাদারিং সানডে বলা হয়।

কেন রোববার মা দিবস পালিত হয়?

অ্যানা জার্ভিস এই দিনের ভিত্তি স্থাপন করেছিলেন, তবে মা দিবস আনুষ্ঠানিকভাবে ৯ মে, ১৯১৪ সালে শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। যিনি মা দিবস পালনের প্রত্যক্ষ অনুমোদন দিয়েছিলেন। মার্কিন পার্লামেন্টে একটি আইন পাস করে মে মাসের দ্বিতীয় রোববার এই দিবসটি পালনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে আমেরিকা, ইউরোপ, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই এই দিনটি পালিত হয়।