প্রচ্ছদ ›› লাইফস্টাইল

লম্বা চুলের মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হন পুরুষরা

লাইফস্টাইল ডেস্ক
০৪ আগস্ট ২০২২ ১৬:৪৪:৪৬ | আপডেট: ২ years আগে
লম্বা চুলের মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হন পুরুষরা
সংগৃহীত

রাস্তায় চলতে চলতে অনেক দিকেই মানুষের চোখ যায়। যদি রাস্তায় কোন লম্বা চুলের নারী থাকে, সেক্ষেত্রে তো নারী-পুরুষসহ সবারই দৃষ্টি আকর্ষণ করে সেই মেয়েটিই। সেখানে খাটো চুলের একাধিক মেয়েও থাকে তবুও সকলের নজর কাড়বে লম্বা চুলের মেয়েটিই। শুনে অবাক লাগলেও গবেষণার পর এমনটাই জানিয়েছেন গবেষকরা।

এছাড়াও মেয়েদের লম্বা চুল তাদের পুরুষ সঙ্গীদের কাছে বিশেষ মর্যাদার বিষয়।

গবেষণায় দেখা যায়, বিভিন্ন চুলের স্টাইল করা মেয়েদের মধ্যে একজন লম্বা চুলের এবং বাকি ২ জন যদি খাটো চুলের মেয়ে হয়। তখন যেকোন মানুষের দৃষ্টি আকর্ষণ করে লম্বা চুলের মেয়েটিই।

গবেষণায় আরও দেখা যায়, আচরণ ও চুলের স্টাইলের বিচারে প্রতি ২ জন পুরুষ তাদের মেয়ে সঙ্গীর কাঁধ পর্যন্ত চুল পছন্দ করেন।

স্ক্যান্ডিন্যাভিয়ান জার্নাল থেকে আরও জানা যায়, কম বয়সী স্বাস্থ্যবতী, রূপসী এবং আবেদনময়ী হিসেবে ধরা হয় লম্বা চুলের মেয়েদের।

সাউথ ব্রিটানি ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, যে মেয়েদের চুল ঘাড় অথবা কাঁধের নীচে, তারা স্বাস্থ্যবতী হয়, এবং তাদের সন্তান জন্মদানের কার্যক্ষমতা বেশি থাকে।