অর্থই সকল সুখের মূল হলেও তা দিয়ে তো আর সংসারে সুখ আনা যায় না। এজন্য পরস্পরের মধ্যে ভালোবাসা-বিশ্বাসের সঙ্গে মূল্যায়নও জরুরি। একে অপরের প্রশংসাও সম্পর্ক রাখে মজবুত।
দাম্পত্য জীবন যতদিনেরই হোক না কেন, স্ত্রী সবসময়ই গুণগান শুনতে পছন্দ করেন। এতে সংসারে জন্মে বাড়তি স্পৃহাও।
এমনকি স্ত্রীর সুনামের জন্যও চালু রয়েছে বিশেষ এক দিন। শুনে অবাক লাগলেও এমন দিবস চালু হয়েছে ২০০৬ সালে। সেবছর থেকেই আমেরিকাসহ অনেক দেশেই দিবসটি অনানুষ্ঠানিকভাবে পালন হচ্ছে।
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিশ্বে স্ত্রী প্রশংসা দিবস পালন করা হয়। দিবসটি অনানুষ্ঠানিকভাবে পালন করা হলেও এর রয়েছে অন্যরকম গুরুত্ব।
আজকেই সেই দিন। তো সময় নষ্ট না করে ক্ষুদ্র বিষয়েও স্ত্রীর বিশেষ সুনাম করুন, তাকে প্রশংসায় ভাসান। তাতে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে আরও মধুময়।
যেভাবে স্ত্রীর প্রশংসা করবেন-
হঠাৎ একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হোন বা ভালোলাগার ফুল নিয়ে তার সামনে দাঁড়ান যে কোনো একটা বিষয়ে তার প্রশংসা করুন, পছন্দের খাবার রান্না করে উপহার দেন, ঘুরতে অথবা শপিং-য়ে বের হয়ে প্রশংসা করুন, পছন্দের কোনো জায়গায় যেতে পারেন লং ড্রাইভেও।