প্রচ্ছদ ›› লাইফস্টাইল

৬ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২২ ১২:৫৪:১৩ | আপডেট: ২ years আগে
৬ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এই প্রবণতা দেশের উত্তরাঞ্চলে বেশি হলেও দক্ষিণাঞ্চলে দেখা যায়নি। সেই সাথে দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হওয়া, ঝড়ো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব অঞ্চলের কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামি ৩ দিন এই অবস্থা থাকতে পারে। আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা এবং কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। এদিকে উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়-বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টিহীন।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার এবং পশ্চিম বা পশ্চিম উত্তর দিক থেকে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৯০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ঢাকার নিকলিতে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।