প্রচ্ছদ ›› জাতীয়

‘অপুষ্টি মোকাবেলায় প্রয়োজন বহুপাক্ষিক পদক্ষেপ’

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ২১:২৮:৫৬ | আপডেট: ২ years আগে
‘অপুষ্টি মোকাবেলায় প্রয়োজন বহুপাক্ষিক পদক্ষেপ’

বাংলাদেশ পুষ্টি ক্ষেত্রে অনেক অর্জন করেছে কিন্তু সকলের পুষ্টি নিশ্চিতকরণে প্রয়োজন বহুপাক্ষিক পদক্ষেপ। ‘কৈশোরকালীন পুষ্টি, স্বাস্থ্য ও জেন্ডার সচেতনায় জানো: অভিজ্ঞতা ও প্রস্তাবনা’-শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ ও সরকারের কর্মকর্তাবৃন্দ এ মতামত রাখেন।

শনিবার রংপুরের আরডিএস-এ গোলটেবিলটির আয়োজন করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে বক্তব্য রাখেন ডা. কামীম আহমেদ, সিভিল সার্জন, রংপুর, মো. আখতারুজ্জামান, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মো. ওয়াবায়দুর রহমান মন্ডল, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর, মো. এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর, মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, নীলফামারী, আফরোজ মহল, পরিচালক, প্রোগ্রাম ম্যানেজমেন্ট এ্যান্ড ইমপ্লিমেন্টেশন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মো. আশিক বিল্লাহ, হেড অব সেন্ট্রাল এ্যান্ড নর্দান রিজিওন প্রোগ্রাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কিশোরী, স্কুল-শিক্ষক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রতিনিধিসহ আরও অনেকে।

সরকারের সহায়ক প্রকল্প হিসেবে রংপুর ও নীলফামারী জেলার নির্বাচিত ১৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ২৮টি মাদ্রাসায় কাজ করছে জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প। এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন। কারিগরি সহায়তা দিচ্ছে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বাস্তবায়নের দায়িত্বে আছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

জানো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মো. ফায়েজ কাউসার মূল প্রবন্ধে বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে দরকার সমন্বিত পদক্ষেপ। বাংলাদেশকে একটি পুষ্টি সমৃদ্ধ দেশ গড়তে হলে নারী, শিশু ও কৌশরকালীন পুষ্টির বিষয়টি গুরুত্বেও সাথে বিবেচনা করতে হবে।

মো. আশিক বিল্লাহ বলেন, ”জানো প্রকল্প রংপুর ও নীলফামারি জেলায় গর্ভবতী ও দুগ্ধদানকারী এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতে স্কুল থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে।”

পুষ্টি নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের উপর জোর দেন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে এ বিষয়ে সরকার ও উন্নয়ন সংস্থার একসাথে কাজ করা প্রয়োজন বলে মতামত দেন বক্তারা।