প্রচ্ছদ ›› জাতীয়

অবরোধ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২২ ১৬:২১:৫৫ | আপডেট: ২ years আগে
অবরোধ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুর ১২টায় ওই ছাত্রী নিহতের পর থেকে এ অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরোধকারীদের দাবি অনুযায়ী সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

দুপুর ১২টায় মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হন। সে ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নিহতের সহপাঠী, প্রত্যক্ষদর্শী রিফাত জানায়, প্রাইভেট পড়া শেষে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া ও সে। এসময় ঢাকাগামী একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থী নিহতের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। আমরা জনস্বার্থে ফুটওভার ব্রিজের বানানোর আশ্বাস দিয়েছি। এখন যান সড়কে যান চলাচল শুরু হয়েছে।’