প্রচ্ছদ ›› জাতীয়

অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩ ১৬:১২:২৯ | আপডেট: ২ years আগে
অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামে এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, ‌‘এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি।

তিনি বলেন, ট্রাকচালক নিজেই ট্রাক থামিয়ে পুলিশকে ফোন করে দুর্ঘটনার তথ্য জানান। ঘটনার পরপরই এজাজকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।