প্রচ্ছদ ›› জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩ ০৮:৫৬:৪৮ | আপডেট: ২ years আগে
আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
পুরনো ছবি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাতের দিল্লির শীর্ষ মাওলানা সা’দের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়েছে। রোববারের মোনাজাতে শরিক হতে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে।

ইজতেমায় প্রতিদিন বাদ ফজর থেকে এশা পর্যন্ত ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান হয়। শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব বয়ান করেন। বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করেন তুর্কির মাওলানা ওমর। বাদ আসর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী, তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান করেন। তার বয়ান তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।

এ দিকে, টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার একজন ও শুক্রবার চারজনের মৃত্যু হয়। এ পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে মারা যান ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার মুসল্লি আব্দুল হান্নান (৪৫)। একই রাত ১১টার সময় টঙ্গীর ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮)। এর আগে সন্ধ্যায় গাইবান্ধার আব্দুল হামিদ ম-ল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা মফিজুল ইসলাম (৫৪) মৃত্যুবরণ করেন। এ ছাড়া বৃহ¯পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে বরগুনার মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, শনিবার মধ্যরাত থেকে মোনাজাত শেষে রোববার বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। প্যান্ডেলের ভেতর ও বাইরে মুসল্লিবেশে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সদস্য। এ ছাড়া প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরো ইজতেমা ময়দানকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।

টঙ্গীর রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুর রহমান জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।