বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দেশের চার বিতরণ কোম্পানি।
রোববারের তালিকা ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে দেখতে পারবেন গ্রাহকরা।
তবে বিদ্যুতের অন্য বিতরণ কোম্পানির মধ্যে পিডিবি ও আরইবি এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। তারা জানায়, তাদের এলাকার ব্যাপ্তি বড় হওয়ার কারণে স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিংয়ের বিষয়ে জানাচ্ছে।
ডিপিডিসির রোববারের লোডশেডিংয়ের তালিকা