প্রচ্ছদ ›› জাতীয়

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৬:০০ | আপডেট: ১ year আগে
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪০৪ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ৩৮১ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৩ টাকা।

রবিবার বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এক মাসের ব্যবধানে ফের এলপি গ্যাসের দাম বাড়ল।