প্রচ্ছদ ›› জাতীয়

আরও বেশি উৎপাদন ও আয় করতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২২ ১৬:১০:৩২ | আপডেট: ২ years আগে
আরও বেশি উৎপাদন ও আয় করতে হবে: পরিকল্পনামন্ত্রী
সংগৃহীত

গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমাদের আরও বেশি উৎপাদন করতে হবে, আরও বেশি আয় করতে হবে।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

খাবার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে। যারা খেতে পেত না, তাদের নিয়ে আগে গুলিস্তানে ভুখা মিছিল হতো। বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু খাবার দিলেই হবে না, সেটি স্বাস্থ্যকর হতে হবে। শুধু পরিবেশন নয়, বিপণন নয়, খাদ্যের মান ঠিক রাখায় আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কাজ করায় বাপা এগিয়ে এসেছে। তারা আরও বেশি ভূমিকা রাখবে আমি আশা করি।’

অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত ফুডপ্রোর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাপার বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, আয়োজক কমিটির সদস্য প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ।