প্রচ্ছদ ›› জাতীয়

আশিষ রায় চৌধুরীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৩ ১৮:৩৪:০৭ | আপডেট: ২ years আগে
আশিষ রায় চৌধুরীর বিচার শুরু

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু করেছেন আদালত।

রোববার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের এ আদেশ দেন ঢাকার ১৩ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত ই এলাহী। একইসঙ্গে আগামী ১৭ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

আজ শুনানির জন্য আশিষ রায় চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি হিসেবে গত বছর ৫ এপ্রিল রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০-এর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা। এ ঘটনায় র‌্যাব-১০-এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় আশিষ রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৫ জুলাই তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. শামীম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।